দেশজুড়ে

পুত্রবধূর আঘাতে শাশুড়ির মৃত্যু

পাবনার আটঘরিয়ায় পুত্রবধূর ঝাড়ুর আঘাতে শাশুড়ি মর্জিনা খাতুন (৫৫) মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। নিহত মর্জিনা খাতুন উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী হাসিবুর রহমান জানান, গত বৃহস্প্রতিবার ছাগল মাঠে দেওয়াকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের (৩০) সঙ্গে বাগবিতন্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে খুশি খাতুন শাশুড়ি মর্জিনা খাতুনের মাথায় ঝাড়ু দিয়ে আঘাত করে। এতে শাশুড়ি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এটি পারিবারিক কলহ বলে ধারণা করা যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন আরও সংবাদ

Back to top button