দেশজুড়েলিড নিউজ

শেখ হাসিনা আসছেন, নবরূপে সেজেছে কোটালীপাড়া

শেখ হাসিনা আসছেন, নবরূপে সেজেছে কোটালীপাড়া

দীর্ঘ চার বছর পর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি কোটালীপাড়ায় সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়াও জনসভাস্থলে বসে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। তার আগমণ উপলক্ষে গোটা উপজেলা নবরূপে সেজেছে। নির্মাণ করা হয়েছে কয়েকশত তোরণ। রাস্তার দু’পাশ দিয়ে টানানো হয়েছে হাজার হাজার ব্যানার ও ফেস্টুন। সংস্কার করা হয়েছে যাতায়েতের বিভিন্ন রাস্তা। এই জনসভাকে সফল করতে দলীয়ভাবে সকল পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে।
উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মায়ের মতো। তিনি আমাদেরকে মাতৃস্নেহ নিয়ে আগলে রেখেছেন। বিগত ১৪ বছরে তিনি এ উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তার আগমনে আমরা আনন্দিত। এখানে তিনি আসবেন এবং ভাষণ দেবেন। আমরা তার আগমনের প্রতীক্ষায় আছি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক দিন পরে কোটালীপাড়ায় আসবেন। তার এই আগমনের সংবাদ শুনে কোটালীপাড়াবাসী আনন্দিত। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের সকল নেতাকর্মীর মাঝে উদ্দীপনা বিরাজ করছে। এই জনসভাকে সফল করতে আমরা দলীয় নেতাকর্মীরা সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছি। শেখ হাসিনার এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ৪৮টি প্রকল্পের উদ্বোধন করবেন। এই এলাকার মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।
কোটালীপাড়ায় জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এমন আরও সংবাদ

Back to top button