কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা আগুনে পুড়ে গেছে। তবে দুজন যাত্রীসহ চালক অক্ষত আছেন। খবর পেয়ে করিমগঞ্জের ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তারা খবর পান, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জের বালিখলা যাওয়ার পথে করিমগঞ্জের শিমুলতলা বাগানবাড়ি এলাকায় সিএনজিটিতে হঠাৎ আগুন ধরে যায়। এরপর ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিভিয়ে ফেলেছেন।
দুজন যাত্রী ও চালক আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।
তিনি জানান, সিএনজিটি করিমগঞ্জের দক্ষিণ মনসন্তোষ গ্রামের চালক মো. বাবুল মিয়ার।