নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-ই-মিলাদ-উন-নবী (স:) উপলক্ষে “আসুন সবাই মিলে পরিবেশ পরিস্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ে তুলি।” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দাউদী বোহরা সম্প্রদায় ঈদ-ই-মিলাদ-উন-নবী যথাযথ মর্যাদায় উদযাপন করেন।

আজ বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০ পুরানা পল্টন, ঢাকা থেকে সকাল ৯ টায় দাউদী বোহরা সম্প্রদায় (ঢাকা) সভাপতি শেখ কায়েদ জোহরের নেতৃত্বে স্থানীয় বিশিষ্ট অতিথি এবং বোহরা সম্প্রদায়ের অন্যান্য ট্রাস্টি সহ সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের অংশগ্রহনে একটি শোভাযাত্রা বের করে কালভার্ট রোড হয়ে বিজয়নগর দিয়ে আবার ২০ পুরানা পল্টন এসে শেষ হয়।

এরপর পুরানা পল্টন এলাকায় একটি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতা প্রচারণার আয়োজন করে সম্প্রদায়ের সকল নেতৃত্বের অংশগ্রহণে অত্র এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয় ।

এছাড়াও পুরানা পল্টন এলাকার বিল্ডিং সমূহে ব্যানার ও ফেস্টুন টানানো হয় এবং গরীব ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
দাউদি বোহরা সম্প্রদায়ের (ঢাকা) নেতৃবৃন্দরা জানান, আমরা নিজেরা যদি সচেতন হই যে, নিজের এলাকা নিজে পরিস্কার পরিচ্ছন্ন রাখবো তাহলে আর ডেঙ্গু এতো ভয়াবহ রূপ নিতে পারবেনা।সরকার বা সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব না এর প্রতিরোধ করা যদি না আমরা নিজেরা সচেতন হই।

আজ আমরা পল্টন এলাকায় আমাদের রাসুলুল্লাহ (সাঃ) এর হাদিস “পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” এর আলোকে ফগার, স্প্রে ও আবর্জনা পরিষ্কার করেছি। ভবিষ্যতেও এই কার্যক্রের ধারাবাহিকতা বজায় থাকবে।
উল্লখ্য: দাউদি বোহরারা একটি বিশ্বব্যাপী সম্প্রদায় যাদের আধ্যাত্মিক নেতা হলেন সুলতানুল বোহরা হিস হলিনেস সৈয়দনা মুফাদ্দাল সাইফুদ্দিন। বাংলাদেশে বোহরা সম্প্রদায় প্রধানত ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় রয়েছে।