‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’– এ প্রতিপাদ্যে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৪ শুরু হচ্ছে আজ মঙ্গলবার।
দেশব্যাপী সব বিভাগীয়, জেলা শহর ও গুরুত্বপূর্ণ নদীবন্দরগুলোয় নৌ নিরাপত্তা সপ্তাহ চলবে ১০ জুন পর্যন্ত।
দুর্ঘটনামুক্ত নৌ চলাচলব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এ বছরও নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।
মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।