জাতীয়লিড নিউজ

জাতীয় সংসদ বিলুপ্ত

Songsod

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

হয়।

এর আগে, আজ মঙ্গলবার দুপুরে বেলা ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। দুপুর সাড়ে ১২টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন।

এ ছাড়া, মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আমরা আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।’

এমন আরও সংবাদ

Back to top button