পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে এবং উপপুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।
আজ বুধবার এই নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, র্যাবের মহাপরিচালকের দায়িত্ব থেকে ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে এবং ডিএমপি কমিশনারের দায়িত্ব থেকে হাবিবুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে নিযুক্ত করা হয়েছে।