ঢাকা

ট্রাফিকসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

ট্রাফিকসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

রাজধানীর সড়কে যান চলাচল গতকাল মঙ্গলবারের তুলনায় বেড়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধানমন্ডি, কলাবাগান, মিরপুর রোড, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যান চলাচল বেশি দেখা গেছে।

বাসের সংখ্যা অন্য সময়ের মতো না হলেও গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বেশি। এ ছাড়া ব্যক্তিগত যান, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল চলাচল বেড়েছে।

এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা রাস্তা ঝাড়ু দিচ্ছেন, সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে কার্যত কোনো সরকার নেই। হামলার পর থেকে থানাগুলোতে পুলিশ কম। এ ছাড়া বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি। মূলত মুদিদোকান, পাড়ার হোটেল, কাঁচাবাজারসহ গলির বাজারগুলো স্বাভাবিক চলছে।

এমন আরও সংবাদ

Back to top button