আইন আদালতহলিড নিউজ

পদত্যাগ করবেন প্রধান বিচারপতি

পদত্যাগ করবেন প্রধান বিচারপতি

শিক্ষার্থীদের আন্দোলন-মিছিল-শ্লোগানের প্রেক্ষাপটে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোটে শান্তি শৃংখলা ও অন্যান্য বিচারপতির কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান খবরের কাগজকে বলেন, ‘পদত্যাগের প্রক্রিয়ার বিষয়টি ইতোমধ্যে আইন উপদেষ্টাকে জানিয়েছি। আজকের (শনিবার) মধ্যেই পদত্যাগ করব।’

এর আগে বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জড়ো হয় শিক্ষার্থীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়।

বিচারপতিদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করতে সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। পরে ১০টার মধ্যেই তা স্থগিত করা হয়।

শনিবার সকালেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন’

এমন আরও সংবাদ

Back to top button