জাতীয়লিড নিউজ

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদশপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ডা. বিধান রঞ্জন রায়।

রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৪৫মিনিটের দিকে প্রথমে প্রধান বিচারপতি ও পরে  দুই উপদেষ্টা শপথ গ্রহন করেন।

এই তিনজনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুউদ্দিন।

অন্য এক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকায় তিনি পরে শপথ নেবেন বলে জানা গেছে।

এর আগে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা।

তারা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ।

এমন আরও সংবাদ

Back to top button