কক্সবাজারের পেকুয়ায় ভারি বর্ষণে পাহাড় ধসে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), তার মেয়ে ময়না আক্তার (২২) ও নাতনি মাহি জান্নাত (৮)।
স্থানীয় বাসিন্দা শফিউল আলম বলেন, বেশ কয়েক বছর আগে পাহাড়ের পাদদেশে প্রবাসী সরওয়ারের ঘরটি নির্মাণ করেছিলেন।
তার স্ত্রী মমতাজ বেগম একাই ওই ঘরে বসবাস করতেন। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে শিশুকন্যা মাহিকে নিয়ে মেয়ে ময়না আক্তার মায়ের সঙ্গে থাকা শুরু করেন। রবিবার রাতভর প্রবল বর্ষণে ঘরের উপরের অংশে পাহাড় ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
সকালে প্রতিবেশীরা বিষয়টি দেখে তাদের মরদেহ উদ্ধার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, পাহাড় ধসে হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।