
জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার সহযোগীতায় ঢাকায় প্রতিষ্ঠিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে বাংলাদেশী চিকিৎসকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেছেন বিশ্বখ্যাত জাপানী নিউরো সার্জন অধ্যাপক ডা. মোতোহারু হায়াকাওয়া।
রোববার বিকেলে উত্তরার ধউরে অবস্থিত ওই হাসপাতালে অনুষ্ঠিত সেমিনারে আধুনিক “হাইব্রিড নিউরোভাসকুলার চিকিৎসা ব্যবস্থা’ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি। কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সিএমই এর আয়োজন করে। এতে জাপান ও বাংলাদেশের স্বনামধন্য নিউরোসার্জন এবং নিউরোলজিস্টরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। তিনি আনুষ্ঠানিকভাবে সিএমই উদ্বোধন করেন এবং বাংলাদেশের নিউরোভাসকুলার চিকিৎসায় আধুনিক পদ্ধতির প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের জাপানের ফুজিটা হেলথ ইউনিভার্সিটির প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক ডা. মোতোহারু হায়াকাওয়া তিনি তাঁর “নিউরো এন্ডোভাসকুলার পদ্ধতির বিস্তৃত পর্যালোচনা: ২,৫০০ এর উপরে কেসের অভিজ্ঞতা” শীর্ষক বক্তব্যে তার দীর্ঘ এবং মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। যা উপস্থিত চিকিৎসকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল।
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ও খ্যাতনামা কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কাজুয়ুকি ইশিবাশি ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় রোগী কেন্দ্রিক ও নিরাপদ চিকিৎসাসেবার পরিকল্পনার কথা জানান।
এই সিএমই প্রোগ্রামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউটের অভিজ্ঞ নিউরোসার্জনগণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেওয়ান শামসুল আসিফ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা ইন্সটিটিউটের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নাজরুল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের কনসালট্যান্ট নিউরোসার্জন ডা. শাহরিয়ার ইসলাম খান। এই আয়োজনে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের একটি পূর্ণাঙ্গ স্ট্রোক সেন্টারের কার্যক্রমও তুলে ধরা হয়। যার নেতৃত্বে রয়েছেন ডা. শাহরিয়ার ইসলাম খান নিজেই। এই স্ট্রোক সেন্টারটি তাৎক্ষণিক ও বহু বিভাগীয় নিউরো চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম।
সমাপনী বক্তব্যে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিফ কনসালট্যান্ট ও ডেপুটি ডিরেক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল খায়ের জানান, এই ধরনের সিএমই কার্যক্রম বাংলাদেশের চিকিৎসা জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশের রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।