দেশজুড়ে

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

এক্সক্লুসিভ নিউজ২৪.কম: করোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেলেন। তার নাম ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৯ জুন) তিনি মারা যান।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা শনিবার (২০ জুন) ও তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কনস্টেবল ফয়সাল আলমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ২৮ জন সদস্য মারা গেলেন।
পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, শনিবার (১৯ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ৮ হাজার ৪৯৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৮ হাজার ১৮৭ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন ৩ হাজার ১৬৫ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১১ জন।

এমন আরও সংবাদ

Back to top button