জাতীয়
কমেছে মৃত্যু ও শনাক্ত
এক্সক্লুসিভ নিউজ: গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩৫০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৪ জন।
শুক্রবারের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুই-ই কমেছে। শুক্রবার করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪০৬ জনের।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৪ শতাংশ।