দেশজুড়ে

মতলব উত্তরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখর। প্রায় দেড় বছর পর চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো ও পড়ার ঘাটতি পূরণে শিক্ষকদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সরকারের দেওয়া সেই নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে পাঠদান ও শিক্ষার্থী উপস্থিতি দেখতে পরিদর্শরেন যান মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দস।

সোমবার (২৭ রসেপ্টেম্বর) তিনি উপজেলার ২৩নং তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপজেলা শিক্ষা অফিসার জনাব ইকবাল হোসেন ভূঞা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। রিদর্শনে এসে তিনি সন্তোষজনক মন্তব্য প্রদান করেন। একই সাথে তিনি উপজেলার দক্ষিণ গালিম খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দস বলেন, আ’লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। দীর্ঘদিন পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখর। সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরাও প্রশাসন থেকে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রচারণার কারণেও আমাদের কাজের বড় সহায়তা হচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। সবার চেষ্টায় আমাদের এটি করতে হবে।

এমএ কুদ্দুস তিনি আরও বলেন, এভাবে চলা আমাদের অভ্যস্ততার মধ্যে ছিল না। আর এই স্বাস্থ্য সচেতনতা শুধুমাত্র ডেগু কিংবা কোভিডের জন্যই নয়, ডেঙ্গু তো প্রতিবছরই থাকে। কোভিডের সঙ্গে কতদিন থাকতে হয় সেটারও ঠিক নেই। শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, একটি সুস্থ-সুন্দর জীবনের জন্য আমাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ও বাড়িতে সর্বত্র পরিস্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থবিধি মেনে চলতে হবে।

এদিকে একই দিনে ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এমন আরও সংবাদ

Back to top button