অপরাধএক্সক্লুসিভ নিউজলিড নিউজ

সাবেক মেয়র নাজিম উদ্দিনের চার বছর কারাদণ্ড

এক্সক্লুসিভ নিউজ, ঢাকা : ঢাকা জেলার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে নাজিম উদ্দিনকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

অন্যদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দুদকের প্রসিকিউটর রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট দুদক দেওয়ান নাজিম উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর নাজিম উদ্দিন সম্পদ বিবরণী দাখিল করেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি সম্পদ বিবরণী পর্যালোচনা করে ৫০ লাখ ৭৯ হাজার ৩শ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৮ লাখ ২১ হাজার ৩৯৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারি পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

এমন আরও সংবাদ

Back to top button