বীমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের পদত্যাগ
এক্সক্লুসিভ নিউজ, ঢাকা : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি, বিধি বহির্ভূতভাবে বীমা কোম্পানির শেয়ার বিক্রিসহ অর্থপাচারের অভিযোগও রয়েছে।
সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৪১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
এম মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিলে আইডিআরএ’র সদস্য নিযুক্ত হন। পরবর্তীতে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন তিনি।