এক্সক্লুসিভ নিউজবিনোদনলিড নিউজ

বিতর্কীত অনন্ত-বর্ষা হাঁটছেন পাশাপাশি

বিনোদন ডেস্ক : অনন্ত জলিল ও বর্ষা—যেন বিতর্ক আর সমালোচনার আরেক নাম। এবার ঈদে মুক্তি পেয়েছে তাঁদের সিনেমা ‘দিন: দ্য ডে’। এরই মধ্যে এই সিনেমা নিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন এই জুটি। ঈদে সর্বাধিক ১০৭ হলে মুক্তি পেয়েছে ‘দিন: দ্য ডে’। মুক্তির আগেই অনন্ত জানিয়েছেন, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। এত বড় বাজেটের বাংলা সিনেমা এর আগে দর্শক দেখেননি। এ দেশের সিনেমা মার্কেটে ১ কোটি টাকা বাজেটের সিনেমার লগ্নি তুলতে প্রযোজকেরা হিমশিম খান, তাই অনন্তর এই উদ্যোগকে সিনেমার প্রতি তাঁর ‘ডেডিকেশন’ হিসেবেই দেখছেন অনেকে। কিন্তু সিনেমা দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। বড় বাজেট হলেও সেটা ১০০ কোটি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন তাঁরা।

‘দিন: দ্য ডে’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অ্যাকশন দৃশ্যের প্রশংসা করলেও অনন্ত-বর্ষার অভিনয় ও সংলাপ প্রক্ষেপণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বলেছেন, ‘অনন্ত-বর্ষার সিনেমায় দর্শক বিনোদন পান, এটা নিশ্চিত। অনন্ত যখন কাঁদেন দর্শক তখন হাসেন, অনন্ত যখন প্রেমের কথা বলেন তখনো দর্শক হাসেন।’ জয়ের ধারণা, অনন্ত পরিকল্পনা করেই অদ্ভুত উচ্চারণে ইংরেজি বলেন।

‘দিন: দ্য ডে’র সঙ্গে মুক্তি পেয়েছে রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্য মামুনের ‘সাইকো’। দুই সিনেমা নিয়ে অনন্ত-বর্ষার বেফাঁস মন্তব্যও বিস্মিত করেছে দর্শককে। ‘দিন: দ্য ডে’র বাজেট নিয়ে মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে ‘সাইকো’র পরিচালক অনন্য মামুনকে সামনে পেলে কান ধরিয়ে ওঠবস করাবেন বলে মন্তব্য করেছেন অনন্ত। অন্যদিকে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বর্ষা বলেছেন, ‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফিকে তিনি চেনেন না। যদিও এই তরুণ নির্মাতার সঙ্গে একই চ্যানেলে অনুষ্ঠান করেছিলেন অনন্ত-বর্ষা দুজনেই। এ ছাড়া সিনেমাটির অভিনেতা শরিফুল রাজ প্রসঙ্গে বর্ষা বলেছেন, ‘রাজ নামের কাউকে চিনি না। একজন নায়িকার জামাই, সেটা শুনেছি।’

১২ জুলাই রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে ফুঁপিয়ে কেঁদে বর্ষা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অনেকেই বলছে, আমরা আমাদের পোশাককর্মীদের এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে (গ্রামে) গিয়েছে ঈদ করার জন্য, এটা কি হতে পারে? “নেত্রী: দ্য লিডার” আমরা শুটিং করেছি; হতে পারে, এটা শেষ না-ও করতে পারি, এটাই (দিন: দ্য ডে) আমাদের জীবনের শেষ সিনেমা।’

অনন্ত জলিল ঘোষণা দিয়েছিলেন, ১৮ জুলাই সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টারে দেশের শোবিজ অঙ্গনের ৭৪ জন তারকাকে সঙ্গে নিয়ে ‘দিন: দ্য ডে’ দেখবেন। তিনি আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু অনন্তের আমন্ত্রণে সাড়া দেননি বেশিরভাগ তারকা।

‘দিন: দ্য ডে’ বলিউডেও তোলপাড় তুলেছে। এমন খবর জানিয়ে ১৯ জুলাই ফেসবুক পেজে পোস্ট শেয়ার করেছেন অনন্ত। এমনকি সিনেমার প্রশংসা করে বলিউডের একাধিক ব্যক্তি ফোন কল করেছেন বলেও জানিয়েছেন বর্ষা। এমন খবরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া গণমাধ্যমগুলোর এমন সংবাদ প্রকাশ করা উচিত নয়। তিনি (বর্ষা) কীভাবে বলিউড থেকে কল পান? তাঁর সিনেমা কি ভারতে মুক্তি পেয়েছে? অথবা তাঁর সিনেমা কি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে?’

গতকাল বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, ‘আমি আসার আগে দেখেছেন সিনেমার কালার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এডিটিং কেমন ছিল আর আমি আসার পর দেখছেন।…সবাই মুখে মুখে বলে সিনেমাকে ওয়ার্ল্ডওয়াইড নিয়ে যাব। আমি আসার আগে কয়টা সিনেমা ওয়ার্ল্ডওয়াইড গেছে আর এই চিন্তাভাবনাই কার মধ্যে ছিল? আসলে বলা এক জিনিস আর করে দেখানোটা আরেক জিনিস।’ অনন্তর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘মিস্টার অনন্ত জলিল। “আন্তর্জাতিক মানের সিনেমা”, এই ডায়লগ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আপনি আবার বলেছেন, এ দেশে এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এ রকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। বিষয়টা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিছু বলার আগে একটু ভেবে, জেনেবুঝে বলবেন।’

এমন আরও সংবাদ

Back to top button