লাইফ স্টাইল

কোন উপলক্ষে কেমন সুগন্ধি ব্যবহার করবেন?

সুগন্ধি কেবল ঘামের দুর্গন্ধই দূর করে না, প্রকাশ করে আপনার ব্যক্তিত্বকেও। উপলক্ষ ভেদে সুগন্ধির ধরন ভিন্ন ভিন্ন হতে পারে।

রোমান্টিক ডেট নাইটে যাবেন? বেছে নিন মিষ্টি গন্ধওয়ালা সুগন্ধি। তাজা সাইট্রিক ফলের গন্ধওয়ালা সুগন্ধি ব্যবহার করতে পারেন। এছাড়া গোলাপ, ভ্যানিলা অথবা দারুচিনির সুগন্ধি হতে পারে আপনার সঙ্গী।

বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার সময় ব্যবহার করতে পারেন স্মোকি অথবা চন্দনের গন্ধ। ফুলেল সুগন্ধিও হতে পারে চমৎকার বিকল্প। এই ধরনের উপলক্ষে একটু কড়া গোছের সুগন্ধি আপনার উপস্থিতিতে তুলে ধরবে বিশেষভাবে।

অফিসের পার্টিতে কিছুটা ফর্মালভাবে নিজেকে উপস্থিত করতে হয়। এমন উপলক্ষে বেছে নিন নরম ধরনের সুগন্ধি। গোলাপ বা আম্বার সুগন্ধি ব্যবহার করতে পারেন এ ধরনের উপলক্ষে।

বিয়ে বা জাঁকজমক কোনও পার্টিতে যাওয়ার সময় কড়া সুগন্ধিই মানানসই। রোজ, ভ্যানিলা বা রাসবেরি সুগন্ধি হতে পারে আপনার পছন্দ।

সুগন্ধি উপহার হিসেবে দিতে চাইছেন? মিষ্টি ও দীর্ঘস্থায়ী কোনও সুগন্ধি বেছে নিন।

জেনে নিন

  • গরমে তীব্র সুগন্ধি ব্যবহার করবেন না। এটি অস্বস্তি বাড়াবে।
  • দীর্ঘক্ষণ সৌরভ ধরে রাখতে কবজির ত্বকে স্প্রে করে নিন সুগন্ধি। শরীরের এই অংশে রক্তনালিগুলো ত্বকের সবচাইতে কাছাকাছি থাকে। ফলে জায়গাটা বেশ উষ্ণ থাকে, যা সুগন্ধিকে অনেকক্ষণ টিকে থাকতে সাহায্য করে।
  • রুক্ষ ও শুষ্ক ত্বকে সুগন্ধি মাখলে সেটা বেশিক্ষণ থাকে না। সুগন্ধি স্প্রে করার আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে দীর্ঘক্ষণ টিকে থাকবে সৌরভ।

এমন আরও সংবাদ

Back to top button