এক্সক্লুসিভ স্বাস্থ্য বুলেটিনলিড নিউজস্বাস্থ্য
আলাদাভাবে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচী পরিচালনা করা প্রয়োজন
আলোচনা সভায় বক্তারা

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডিমিওলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় আলোচক হিসেবে রয়েছেন বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, জন হপকিনস ইউনিভার্সিটির শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, ওজিএসবি’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, শরীরে ক্যান্সারের লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার ওপর গুরুত্বা দিতে হবে। শুরুতে শনাক্ত করা গেলে ক্যান্সার থেকে সুস্থতা সম্ভব।
এ সময় তারা দীর্ঘদিন যাবত অকার্যকর জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কাউন্সিল দ্রুত পুনর্গঠন ও সচল করে ক্যান্সার বিষয়ক যে কোন প্রকল্প ও পরিকল্পনা এই পরিষদের মাধ্যমে একনেকে পাঠানোর প্রস্তাব; অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচী আলাদাভাবে পরিচালনা করা; জাতীয় ক্যান্সার নিবন্ধন কর্মসূচীর আওতায় হাসপাতাল ও জনগোষ্ঠীভিত্তিক নিবন্ধন চালু ও সম্প্রসারণ করা; চলমান অসম্পূর্ণ, ত্রুটিপূর্ন ও অসংগঠিত পদ্ধতির পরিবর্তে সমাজভিত্তিক সংগঠিত পদ্ধতিতে জাতীয় ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী চালু করা এবং সরকারের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে হেপাটাইটিস ও এইচপিভি টিকাসহ ক্যান্সার প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করেন।
এদিকে বিশ্ব ক্যান্সার দিবস এ উপলক্ষ্যে ‘দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়’ প্রতিপাদ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতামূলক এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রশাসনিক ব্লক থেকে পায়রা উড়িয়ে একটি র্যালি বের হয়ে বহির্বিভাগে এসে শেষ হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো শফিকুল আলম চৌধুরী, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা আলীয়া শাহনাজসহ আরও অনেকে।