কেন ফুলকপির পাতা খাবেন
এখন শীত মৌসুম। বাজারে সহজেই ফুলকপি পাওয়া যায়। মৌসুমি সবজি হওয়ায় কম-বেশি সবাই কিনে থাকেন এটি। এক্ষেত্রে প্রায় সময়ই দেখা যায় ফুলকপির পাতা ফেলে দেয়া হয়। এই পাতারও পুষ্টিগুণ রয়েছে। এবার ফুলকপির পাতার উপকারিতা জেনে নেয়া যাক।
ফুলকপির পাতায় প্রচুর পরিমাণে প্রোটিন ও খনিজ রয়েছে। যা বাচ্চাদের বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাচ্চাদের উচ্চতা, ওজন ও হিমোগ্লোবিনের বিকাশে সহায়তা করে থাকে।
ফাইবার সমৃদ্ধ হওয়ায় যারা ওজন কমাতে চান তাদের ডায়েটের জন্য উপযুক্ত মৌসুমি এই সবজির পাতা। সালাদ, স্টু, স্যুপ কিংবা বিভিন্ন স্ন্যাকসে রাখা যেতে পারে ফুলকপির পাতা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফুলকপির পাতা ভিটামিন এ সমৃদ্ধ। যা কার্যকরভাবে সিরাম রেটিনলের মাত্রা বৃদ্ধি করে এবং চোখের স্বাস্থ্য বজায় রাখতে ভালো উপকারী।
এসব অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ফ্রি র্যাডিক্যাল ক্ষতি ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে।
এছাড়া ফুলকপির পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যা নারীদের মেনোপজ পরবর্তী জটিলতা কমাতে সাহায্য করে।