ভিডিও

ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্মিত ডকুমেন্টারি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠা দিবস। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩) নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে আজ বিকেলে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। অনুষ্ঠানের শুরুতে ডিএমপির সার্বিক কার্যক্রমের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এমন আরও সংবাদ

Back to top button