বিনোদন

বিয়ে করে পায়ে বেড়ি পরতে চায় না জয়া

একটা সময় নিজেই প্রেমে ভেসেছেন জয়া আহসান। করেছিলেন বিয়ে। স্বামীর নাম ছিল ফয়সাল আহসান। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সাংসারিক নানা জটিলতার কারণে ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি জয়। প্রায় এক যুগ ধরেই একা জীবন কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু ‘কবুল’ বলেননি।

সম্প্রতি বিয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ে নিয়ে সোজাসাপটা উত্তর দিয়েছেন জয়া।

তিনি বলেন, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আমি অনেক ভালো আছি। কেন আমার পায়ের মধ্যে বেড়ি পরাতে চাইছেন? খুবই ভালো আছি। আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনও বলা যায় না কখন কী হয়! এখন আমি ভালোই আছি। সুতরাং আপাতত আমার বিয়ের কোনো ইচ্ছা নেই।

 

জয়া এখন ঢাকা-কলকাতায় সমানতালে কাজ করছেন। বলা যায়, তিনি এখন টলিউডে বেশি ব্যস্ত। এমনকি বলিউডের ‘করক সিং’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন।

এমন আরও সংবাদ

Back to top button