ছিনতাইয়ে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কুপিয়ে জখম
রাজধানীর আফতাবনগরে ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় অপূর্ণা আক্তার ইতি নামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গতকাল রোববার রাতে আফতাবনগরের বি ও সি ব্লকের মাঝামাঝি সিরাজ কনভেনশনের সামনে এই ঘটনা ঘটে। রাতেই তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল হাসান শাকিব। তিনি বলেন, ‘আমি যখন যাই তখন আহত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আমি রাস্তায় জমাট বেঁধে থাকা রক্ত দেখেছি ৷ স্থানীয় দোকানদার ও রিকশাচালকদের থেকে শুনেছি, ওই তরুণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন চার-পাঁচজন যুবক এসে তাঁর গতিরোধ করে ৷ তাঁর কাছে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে ৷ একপর্যায়ে যুবকেরা ওই তরুণীকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপায়। পরে জেনেছি আহত তরুণী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ৷’