পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উৎযাপনে সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে চড়ে বাড়ির পানে ছুটছেন ঘরমুখো মানুষ। প্রথম দিনে কমলাপুর থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের ছুটে চলা দিয়ে শুরু হলো এবারের ঈদযাত্রা। তবে সকাল ৬টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস যাত্রা করে সকাল ৬টা ২০ মিনিটে। যদিও অন্য সব ট্রেনগুলো মোটামুটি নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে গেছে।
সবমিলিয়ে সোমবার (১৭ এপ্রিল) প্রথম দিনে সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ নির্ধারিত ১০টি ট্রেনের মধ্যে কমলাপুর ছেড়েছে ৮টি। তবে দুর্ঘটনার কারণে প্রথম দিনে কিছুটা সমস্যা হলেও বাকি দিনগুলোয় শিডিউলে কোনো বিপর্যয় ছাড়াই নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পারবেন বলে প্রত্যাশা রেল কর্মকর্তাদের।
এদিকে, গতকাল রোববার দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তবে ঈদে ঘরমুখী মানুষদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন রেক প্রস্তুত করে বাতিল হওয়া ট্রেনটি আগামী ১৯ এপ্রিল সকাল ৮টায় যাত্রীদের নিয়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে।
অন্যদিকে, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়াও সময়ানুবর্তিতা বজায় রাখার লক্ষ্যে কমলাপুর ফেরার পথে বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে না সাতটি এক্সপ্রেস ট্রেন। সোমবার থেকে এসব ট্রেন বিমানবন্দর স্টেশনে না থেমে সরাসরি ঢাকা স্টেশনে (কমলাপুর) গিয়ে থামবে। ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন এই নিয়ম মেনে চলবে। পাশাপাশি ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।
এ বছর ঈদযাত্রা ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে সংগ্রহ করেন যাত্রীরা। সোমবার থেকে শুরু হওয়া এবারের ঈদযাত্রা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এরমধ্যে আজ সকাল ৮টা নাগাদ ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো হলো- নীলসাগর এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস। এছাড়া রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির দুর্ঘটনার কারণে এখনো কমলাপুর স্টেশনে এসে পৌঁছাতে পারেনি মহানগর প্রভাতী ট্রেনটি। ফলে নির্ধারিত সময় ৭টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৯টার দিকে এর সম্ভাব্য শিডিউল দেওয়া হয়েছে।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এখন পর্যন্ত দশটি ট্রেনের মধ্যে আটটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।