চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দাঁড়ানো একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জ্যোতি’তে এই আগুন লাগে।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, ডলফিন জেটিতে অস্থানরত জাহাজটিতে আগুন লেগেছে। নৌবাহিনীর ফায়ার টিম আগুন নেভাতে কাজ করছে।
কী কারণে জাহাজের কোন অংশে আগুন লেগেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
তবে ঘটনাস্থল থেকে এএম মাজিদ নামে এক যুবক জানান, সাড়ে ৯টার দিকে জাহাজটি এখানে বার্থিং হয়। বার্থিং চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরই জাহাজে আগুন ধরে যায়। যা খুবই ভয়াবহ।
রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙ্গর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল।
বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।