অপরাধদেশজুড়ে

ফেনীতে প্রবাসী ছাত্রদল নেতার বাড়িতে হামলা

বাবা-মাকে পিটিয়ে আহত

Feniস্টাফ রিপোর্টার:  ফেনীর নগরকন্দি গ্রামে প্রবাসী ছাত্রদল নেতা আলা উদ্দিনের বাড়ীতে হামলা ও লুটের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীরা জানান, সকালে আওয়ামী লীগের স্থানীয় একদল কর্মী ফেনীর ওই গ্রামে  আলা উদ্দিনের বাবা নুরুজ জামানের বাড়িতে হামলা চালায়। আলা উদ্দিন এর আগে ৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ন সম্পাদক ছিলেন।  তাকে খুঁজতে তাদের গ্রামের বাড়ির সামনে মিছিল নিয়ে গিয়ে এ হামলা চালানো হয় বলে জানান, আলা উদ্দিনের বাবা নুরুজ জামান। হামলার আগে বাড়ির সামনে কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। প্রতিবাদ করলে হামলাকারীরা আলা উদ্দিনের বাবা নুরুজ জামান  এবং মা রাহেনা বেগমকে পিটিয়ে মারাত্বক আহত করে। আহতদের স্থানীয়  একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতারা নুরুজ জামানের জমি দখল করেন। এমন সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

এমন আরও সংবাদ

Back to top button