অপরাধদেশজুড়ে

চন্দ্রগঞ্জে এলডিপি নেতার বাড়িতে আগুন

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

Chondro gonj Fire News এক্সক্লুসিভ ডেস্ক : রাজনৈতিক প্রতিহিংসার জেরে চন্দ্রগঞ্জে এলডিপি’র স্থানীয় নেতা মো: মাকছুদুর  রহমানের বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন, মো: মাকছুদুর রহমানের মা মারজাহান বেগম।
ওই অভিযোগের উদ্ধৃতি দিযে পুলিশ জানায়, মো: মাকছুদুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। পশ্চিম লতিফপুরের গ্রামের বাড়িতে তার মা থাকতেন। মো: মাকছুদুর রহমানকে খুঁজতে এসে না পেয়ে আওয়ামী লীগের ১৫/১৬ জন ক্যাডার ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির ৩টি ঘর ও মুল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। দেশে থাকাকালীন এর আগে কয়েক দফায় মো: মাকছুদুর রহমানের উপর ওই রাজনৈতিক সন্ত্রাসীরা হামলা চালায় বলেও থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন তার মা মারজাহান বেগম। পুলিশ ঘটনার তদন্ত করছে ।

এমন আরও সংবাদ

Back to top button