রাজধানীতে নকল ও ভেজাল স্যানিটাইজার তৈরি, গ্রেফতার-৭
চলমান করোনা মহামারীতে স্যাভলন, হেক্সিসল ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি নকল ও ভেজাল স্যাভলন ও হেক্সিসল তৈরি করে বিক্রয়ে সক্রিয় হয়ে উঠেছে। অসাধু এই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ মোহসিন (২৪), মোঃ আব্দুল কাদের (৫৯), মোঃ ডালিম (২৪), মোঃ আব্দুর রউফ (৪০), মোঃ নূরু মিয়া (৫০), মোঃ রতন মিয়া (৩৩) ও মোঃ ইসমাইল আহমেদ।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, ১৯ জুন ২০২০ শুক্রবার কোতোয়ালী থানাধীন বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে তাদের তৈরিকৃত ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন এবং ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সিসল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে কোতোয়ালী থানায় একটি মামলা রুজু হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ