জাতীয়

২৪ ঘন্টায় মারা গেছে ৪৪ জন

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে এই রোগে মোট ২,০৯৬ জনের মৃত্যু হলো। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৩,২০১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৫,৬১৮ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় ১৪,২৮৫টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।বাংলাদেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৮৬০,৩০৭টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন হাসপাতালে মারা গেছেন এবং বাড়িতে মারা গেছেন ৯ জন।

আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন। ফলে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৬,১৪৯ জনে

এমন আরও সংবাদ

Back to top button