খেলাধুলা

করোনায় আরো এক পুলিশ সদস্যের অকাল প্রয়াণ

এক্সক্লুসিভ নিউজ ডেস্ক:  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে অকালে জীবন দিলেন পুলিশের আরও এক দেশপ্রেমিক বীর সদস্য।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া বীর যোদ্ধার নাম কনস্টবল দেওয়ান মো: নূরে আলম সিদ্দিকী (৪৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।

আজ ২৩ আগস্ট ২০২০ রোববার বিকাল ৩.৩০ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন এই বীর পুলিশ সদস্য।

দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশযোদ্ধা দেওয়ান মো: নূরে আলম সিদ্দিকী গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি  স্ত্রী ও  এক পুত্রসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হবে।

আমরা এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এমন আরও সংবাদ

Back to top button