জীবনযাত্রাবিনোদন

রিভেঞ্জে মুগ্ধতার গল্প বলতে চেয়েছেন জিয়াউল হক পলাশ

রিভেঞ্জে মুগ্ধতার গল্প বলতে চেয়েছেন জিয়াউল হক পলাশবিনোদন ডেস্ক : অভিনেতা হিসেবে পরিচিতিটা বেশি হলেও প্রায় নাটক পরিচালনা করছেন জিয়াউল হক পলাশ। তিনি এবার পরিচালনা করেছেন ‘রিভেঞ্জ’। যেটি খুব শিগগিরই প্রচারিত হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, সৈয়দ জামান শাওন ও তাসনিয়া ফারিন।

পলাশ নাটকটি নিয়ে বলেন, ‘নাটকের যে গল্প তা নিয়ে কাজ কারার প্রথম কারণ হচ্ছে গল্পটা ভালো। দ্বিতীয় কারণ হচ্ছে, এ সময়ের গতানুগতিক গল্পের সঙ্গে এটি মিলে না। একজন পরিচালক হিসেবে আমার চেষ্টা থাকে, অভিনেতা পলাশের সত্তা থেকে আলাদা থাকতে। আমি চাই যে দর্শক এক বসায় আমার কাজটা দেখবে এবং মুগ্ধ হবে। আমি আসলে মুগ্ধতার গল্প চেয়েছি।’

‘এখানে প্রতিহিংসার গল্প আছে। যেটা আসলে এ সময়ের মানুষদের মাঝে খুব সূক্ষভাবে বিরাজমান। সময় ও সুযোগে তারা তা প্রমাণ করে দেয় বা তা বেরিয়ে যায়।’

‘রিভেঞ্জ’ নাটকটি রচনা করেছেন শাহাদাত রাসএল। তিনি বলেন, আসলে আমি পলাশের নির্মাণের প্রতি যে সততা ও একাগ্রতা তাতে মুগ্ধ। ওকে সবাই অভিনেতা হিসেবে প্রাধান্য দিলেও আমার কাছে ও অভিনেতার চেয়ে বেশি একজন মেধাবী নির্মাতা। ওর সাথে আমার বোঝাপড়াটা চমৎকার। আমরা একসাথে আগেও কাজ করেছি। সামনে একসাথে আরো কিছু কাজের পরিকল্পনা চলছে আমাদের। আর রিভেঞ্জ গল্পটাতে সম্পর্কের ভেতরের ডার্ক কিছু চমক আছে। যা দর্শকদেরকে চমকে দেবে বলে আমি বিশ্বাস করি। পলাশ ভীষণ যত্ন নিয়ে কাজটা করেছে। বাকিটা দর্শকদের প্রতিক্রিয়ায় বোঝা যাবে।

কিছুদিন আগে একটি হাসপাতালের বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন পলাশ। সামনে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব ফিল্ম ও সিরিজ বানাবেন। তিনি বলেন, ‘একজন পরিচালক হিসেবে নিজেকে ব্যস্ত রাখতে চাই।’

এমন আরও সংবাদ

Back to top button