খেলাধুলা

বিপিএল শুরু ২১ জানুয়ারি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি, ফাইনাল ১৮ ফেব্রুয়ারি। সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট হবে।

ড্রাফটে স্থানীয় খেলোয়াড়দের ভাগ করা হবে ছয়টি ক্যাটাগরিতে। নির্ধারণ করা হয়েছে প্রতিটা ক্যাটাগরির পারিশ্রমিক। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবে সর্বোচ্চ ৭০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১২ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭৫ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

ড্রাফটের আগে স্থানীয় খেলোয়াড়দের যে কোনও ক্যাটাগরি থেকে প্রতিটি দল একজন খেলোয়াড় সরাসরি দলে নিতে পারবে। এর বাইরে একটি দল ড্রাফট থেকে সর্বনিম্ন ১০ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় দলে টানতে পারবে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ড্রাফট থেকে সর্বনিম্ন তিন ও সর্বোচ্চ আট জনকে দলে নিতে পারবে দলগুলো।

এবারের টুর্নামেন্টে অংশ নেবে বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), ঢাকা (রুপা ফেব্রিকস অ্যান্ড মার্ন টিল), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)।

বুধবার (২২ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন আরও সংবাদ

Back to top button