ভারতে ৯ সেকেন্ডে চুরমার ৩২ তলা টুইন টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক : ৯ সেকেন্ডে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের ‘টুইন টাওয়ার’। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডা শহরে বিধিবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছিল ‘সুপারটেক টুইন টাওয়ার’। আজ রোববার ব্যাপক বিস্ফোরণের মধ্য দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই ভবন নিয়ে ৯ বছরের আইনি লড়াই চলে। শেষে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশের ভিত্তিতে টাওয়ার দুটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কার করা নয়ডা কর্তৃপক্ষের পরবর্তী চ্যালেঞ্জ হবে বলে তারা আগেই জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলে দিয়েছেন প্রায় ৫৫ হাজার টন ওজনের ধ্বংসাবশেষ জমা হতে পারে। এটা পরিষ্কার করতে তিন মাস সময় লাগতে পারে। দুটি টাওয়ারের একটিতে ৩২ তলা এবং আরেকটিতে ২৯ তলা ছিল।
ভবনটি ধ্বংসের জন্য ৩ হাজার ৭০০ কেজির বেশি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ‘ওয়াটারফল টেকনিক’ ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। যে কারণে টাওয়ার দুটি সোজাসুজি নিচের দিকে ভেঙে পড়েছে।ভবনটি গুঁড়িয়ে দেওয়ার আগে ওই এলাকার প্রায় সাত হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।