বিনোদন

অভিষেকেই বাজিমাত চিত্রনায়ক রাকিব হোসেন ইভনের

**নিটোল প্রেমের সিনেমা ‘ইতি চিত্রা’

মো. ইব্রাহীম হোসেন: বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ধরা হয় সিনেমাকে। একটি সিনেমা একজন শিল্পীকে বছরের পর বছর বাঁচিয়ে রাখে। এজন্য প্রতিটি শিল্পী চায় সিনেমা করতে। বাংলাদেশের সিনেমায় অনেক শিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে অনেকেই আজ নেই। সেই সব তারকা অভিনয় শিল্পীরা না থাকলেও তাদের কাজ ঠিকই রয়ে গেছে। এখনো তাদের কাজ দর্শকরা দেখেন।

তেমনই সম্প্রতি রাইসুল ইসলাম অনিক এর চলচ্চিত্র ‘ইতি চিত্রা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের এই সময়ে অভিষেক হয়েছে এমন একজন চিত্র নায়কের যার অভিনয়ে মুগ্ধ দর্শ শ্রোতা। প্রশংসা করছেন মিডিয়া অঙ্গনের সবাই। তিনি হলেন চিত্রনায়ক রাকিব হোসেন ইভন।

‘ইতি চিত্রা’ সিনেমায় তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটিকে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন শতভাগ। ক্যারিয়ারের শুরুতে রাকিব হোসেন ইভন মডেলিং দিয়ে শুরু করেন। এরপর একাধারে তিনি নাটক, টেলিফিল্ম, টিভিসি, ওয়েভ সিরিজে সমান তালে অভিনয় করে একজন সফল অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন রাকিব হোসেন ইভন। যার ফলাফল স্বরুপ তিনি বাংলাদেশের সিনেমাতে অভিনয় করার খ্যাতি অর্জন করেন। এখানেও তিনি দুর্ধান্ত অভিনয় দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের সকলের।

নব্বইয়ের দশকে বাংলাদেশের একটু মফস্বল শহরের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মুল ভূমিকায় অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল রিতু।

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক রাকিব হোসেন ইভন বলেন, “সহজ সরল গ্রামের এক মেধাবী তরুন সে খুবই নিম্মবৃত্ত পরিবারের সন্তান কিন্তু সে স্বপ্নবাজ, সে স্বপ্ন দেখতে ভালোবাসে। তার জীবনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে চিত্রাকে পাওয়ার। একদম ডুব দিয়ে একটা প্রেম করে ছেলেটা। তো চরিত্রে আমার বেশ কিছু লেয়ার দেখবে পারবে সিনেমায়। দর্শকরা বলতে পারবে কেমন লাগলো আমার সিনেমা। আমি আশা করি দর্মকরা অন্যরকম ভালো কিছু দেখবে পাবে, হতাশ হবেন না। দর্শকদের প্রশংসা, আলোচনা ও  সমালোচনার অপেক্ষা করছি।”

এমন আরও সংবাদ

Back to top button