বিনোদন

হিন্দি সিনেমায় জয়া আহসান!

ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জয়া আহসান। বলা চলে, টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। জল্পনা ছিল, এই জয়া বলিউডেও আলো ছড়াবেন। এবার সেটাই যেন সত্যি হচ্ছে। কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। প্রকাশিত এক খবরে বলা হয়, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জয়া আহসান। সিনেমাটিতে আরও কাজ করেছেন ‘দিল বেচারা’ সিনেমার সঞ্জনা সাংভি।

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।

পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলেও জানা গেছে। আনন্দবাজার।

এমন আরও সংবাদ

Back to top button