আন্তর্জাতিকলিড নিউজ

পাকিস্তানে পুলিশ লাইন মসজিদে বিস্ফোরণে নিহত ২৮, আহত দেড়শ

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন মসজিদে আজ সোমবার এক বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং দেড়শ জনের মতো আহত হয়েছেন। সেখানে উদ্ধার অভিযান চলছে। খবর: ডন’র।

পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ ডনকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য পেশোয়ার শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

এদিকে পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মোহাম্মদ আসিম ডন অনলাইনকে বলেন, ‘আহতদের এখনও হাসপাতালে আনা হচ্ছে, এদের কারও কারও অবস্থা গুরুতর।’

সোমবার যোহর নামাজের সময় অর্থাৎ ১টা ৪০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এতে বড়সড় মসজিদটির একটি অংশ ভেঙে পড়ে এবং ধারণা করা হচ্ছে, সামনের কাতারে যারা ছিলেন তারা এর নিচে পড়েছেন।

মসজিদটির ভেতরে এরই মধ্যে কাজ শুরু করেছেন পুলিশ ও সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যেরা।

এমন আরও সংবাদ

Back to top button