বিনোদন ডেস্ক: যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে চলছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির দুই সিনেমার শুটিং। ছবি দুটির নাম ‘বেঈমান’ ও ‘নাইট ইন লন্ডন’। দুটি ছবিরই পরিচালক মিনহাজ কিবরিয়া। তিনি যুক্তরাজ্যেই থাকেন। ‘বেঈমান’ সিনেমার গল্পে দেখা যাবে-স্বাধীনতা যুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে হত্যা করে এক রাজাকার। সেই রাজাকার লন্ডন পালিয়ে যায়। সেই রাজাকারকে খুঁজতে লন্ডনে যায় নেহা। সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করছেন ববি।
এই সিনেমার শুটিং শেষ করেই ‘নাইট ইন লন্ডন’ নামের আরেকটি সিনেমার শুটিং করবেন ববি। এতে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে ববিকে। ববি আরও বলেন, ‘আমার খুবই পছন্দের একটি চরিত্র এটি। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছি।
কারণ, এ ধরনের চরিত্রে অভিনয় দেখানোর সুযোগ থাকে। দর্শকেরাও আমার চরিত্রের মধ্যে ভিন্নতা খুঁজে পাবেন।’ এদিকে লন্ডনের ঠান্ডায় শুটিং চালিয়ে নিতে কষ্ট হচ্ছে অভিনেত্রীর। ববি বলেন, ‘গত মাসে বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। ঠান্ডার মধ্যে কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তবে এখানকার লোকেশন দেখে মন ভরে যাচ্ছে।’ অভিনেত্রী জানালেন, দুই সিনেমার শুটিং শেষে মার্চ মাসের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি।