আন্তর্জাতিকলিড নিউজ

ইউক্রেন যুদ্ধ: ফুলে-ফেঁপে উঠছে জার্মানির অস্ত্র ব্যবসা

ফুলে-ফেঁপে উঠছে জার্মানির অস্ত্র ব্যবসা

ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, সে সময়ে ফুলে-ফেঁপে উঠছে জার্মানির অস্ত্র ব্যবসা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ এমন খবর ছেপেছে।

নিউজ আউটলেটটি বলছে, গত বছর অস্ত্র রপ্তানিতে জার্মানি ষষ্ঠ স্থানে ছিল। প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, এরপর যথাক্রমে ফ্রান্স, রাশিয়া, চীন এবং ইতালি।

 

জার্মানির সরকারি উপাত্তের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে জার্মানি মোট ৮৯০ কোটি ডলারের অস্ত্র রপ্তানি করে। এর মধ্যে শুধু ইউক্রেনেই রপ্তানি হয় ২৪০ বিলিয়ন ডলারের অস্ত্র।

 

এর আগে এসআইপিআরআই আরেক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বদলে গেছে বিশ্বের অস্ত্র রপ্তানির হিসাবনিকাশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক রাশিয়ার অবিশ্বাস্য পতন ঘটেছে। আরও চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের বাজার। আমদানিকারক দেশের তালিকায় ওপরের দিকে উঠে এসেছে ইউক্রেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই ইউরোপের দেশগুলো অস্ত্র আমদানি বাড়িয়ে দিয়েছে। আগ্রাসনের পর থেকে অস্ত্র আমদানি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। অস্ত্র আমদানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ বছরে ইউরোপের দেশগুলো অস্ত্র আমদানি বাড়িয়েছে ৪৭ শতাংশ। অন্যদিকে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো ওই পাঁচ বছরে অস্ত্র আমদানি বাড়িয়েছে ৬৫ শতাংশ। তবে এ সময় বিশ্বব্যাপী আমদানি সার্বিকভাবে ৫ শতাংশের বেশি কমেছে।

এমন আরও সংবাদ

Back to top button