বিনোদন

বিদেশে ব্যস্ত দেশের ব্যান্ড

বিনোদন প্রতিবেদক: বর্ষা মৌসুম হলো কনসার্টের অফ সিজন। তবু ব্যস্ততার শেষ নেই ব্যান্ড ও শিল্পীদের। বিদেশের মাটিতে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে দেশের সংগীতশিল্পী ও ব্যান্ডগুলো। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে স্টেজ মাতাচ্ছেন গানের তারকারা।

কয়েক বছর ধরে নিয়মিত দেশের বাইরে পারফর্ম করছে ব্যান্ড চিরকুট। এবার চিরকুট গেছে কানাডায়। জুনের শেষ দিকে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছে দলটি। ১ জুলাই বার্চমাউন্ট থেকে শুরু হয়েছে তাদের কানাডা সফর। অটোয়া, ক্যালগেরিসহ আরও কয়েকটি শহরে পারফর্ম করেছে দলটি।

প্রথমবার অস্ট্রেলিয়ায় কনসার্ট করছে শিরোনামহীন। ইতিমধ্যে সিডনি ও মেলবোর্নে পারফর্ম করেছে দলটি। অস্ট্রেলিয়া থেকে ফিরে কানাডায় যাওয়ার কথা আছে তাদের। স্টেজ শোর পাশাপাশি নতুন অ্যালবাম নিয়েও কাজ করছে শিরোনামহীন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের নতুন গান ‘শুভ জন্মদিন’। এটি ব্যান্ডের বাতিঘর অ্যালবামের তৃতীয় গান।

সংগীতশিল্পী আসিফ আকবার এখন আছেন ইউরোপ ট্যুরে। ২৪ জুলাই পর্তুগালের লিসবনে প্রবাসী বাঙালিদের গান শুনিয়েছেন তিনি। এর আগে ১৩ জুলাই স্পেনের বার্সেলোনায় পারফর্ম করেন আসিফ।

৯ জুলাই যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে গান শোনাতে গিয়েছিলেন শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর দ্বিতীয় কনসার্ট। কিন্তু কনসার্ট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ভার্জিনিয়ার একটি হাসপাতালে শাফিন আহমেদ মারা যান।

জেমসজেমস২০ ও ২১ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আনন্দমেলায় পারফর্ম করেছেন মিলা, প্রতীক হাসান ও ডিজে রাহাত। এ মাসের শুরুতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মাতিয়েছে জলের গান ও নেমেসিস। ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে শো করেছে জলের গান। অন্যদিকে মেলবোর্ন, তাসমেনিয়া ও সিডনিতে পারফর্ম করেছে নেমেসিস। সম্প্রতি কানাডা সফর করেছে আর্টসেল। তাহসান গান শুনিয়ে ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে।

এ ছাড়া আগামী মাসের শুরুতে ৮ বছর পর কানাডা সফরে যাবে মাকসুদ ও ঢাকা। ৪ আগস্ট টরন্টোতে অনুষ্ঠিত হবে দলটির প্রথম কনসার্ট। এরপর অটোয়া, ক্যালগেরিসহ কয়েকটি শহরে পারফর্ম করার কথা দলটির।

আসিফ আকবরআসিফ আকবরআগস্টে ইংল্যান্ড সফরে যাবে সোলস। সেখান থেকে দলটি উড়াল দেবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর থেকে নিয়মিত বিদেশ সফর করছে দলটি।

এদিকে ৪০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্টের পরিকল্পনা করেছে ব্যান্ড ওয়ারফেজ।

এমন আরও সংবাদ

Back to top button