পরিবেশ

আরও ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের আশঙ্কায় ৬ বিভাগ

আজ যেখানে বৃষ্টি হতে পারেগত কয়েক দিন ধরেই দেশের পূর্বাঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে—সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এদিকে টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। বাড়িঘর-সড়ক তলিয়ে গেছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে পুরো জনপদ।

এমন আরও সংবাদ

Back to top button