আন্তর্জাতিক

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট দুর্ঘটনায় নিহত

হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ভিকস (রবিবার ৩ অক্টোবর) পুলিশের একটি বেসামরিক গাড়িতে করে ভ্রমণ করার সময় দক্ষিণ সুইডেনের মারক্যারিড শহরের কাছে ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ভিকস ও আরো দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাকের চালক আহত হন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কীভাবে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার হয়নি। তাছাড়া এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা—প্রাথমিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০০৭ সালে ভিকস মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকার পর বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মানুষরা। তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপরই লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকের আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতেন ৭৫ বছর বয়সী ভিকস।

এমন আরও সংবাদ

Back to top button