ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, রিপন মিয়াকে গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডিবি সূত্র জানায়, ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালি, রিং আইডি, ই-অরেঞ্জ ও ধামাকার মতো কিউকমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সম্প্রতি কিউকম তাদের অফিস বন্ধ করে দেয়।