বিজ্ঞাপনে এগিয়ে যাচ্ছে মডেল কাসফিয়া মুন্নি
মো. ইব্রাহীম হোসেন: মডেল কাসফিয়া মুন্নি অভিনয় জগতে মডেলিং দিয়েই শুরু। জনপ্রিয়তার দিক দিয়ে নজরে আসেন বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনে পথচলা শুরু হয় টিভিএস কোম্পানির একটি বিজ্ঞাপন দিয়ে।
এরপর পদ্মা ব্যাংক, আনোয়ার ল্যান্ড মার্ক সহ ইতিমধ্যে অনেক বিজ্ঞাপন, ফটোস্যুট ও বিভিন্ন ব্র্যান্ডিংয়ের কাজ করেছেন। প্রায়ই নতুন কাজের প্রস্তাব পেলেও মানসম্পন্ন কাজেই নিজেকে হাজির করছেন কাসফিয়া মুন্নি।
নিজেকে অভিনয় জগতে আরো বেশি জনপ্রিয় করতে পরাশুনার পাশাপাশি কাজের প্রতি মনোযোগী হচ্ছেন তিনি। তেমনই এবার আরেকটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী কাসফিয়া মুন্নি।
বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে কাসফিয়া মুন্নি বলেন, আমি এর আগে অনেকগুলো মডেলিং, ফটোস্যুট ও বিজ্ঞাপনে কাজ করেছি। তবে এই বিজ্ঞাপনে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। বিজ্ঞাপনটির কনসেপ্টটা ব্যতিক্রমী ও ভিন্ন ছিল এবং সুটিং ইউনিটের সবাই খুব আন্তরিক ছিল।
কাসফিয়া মুন্নি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বর্তমানে পড়াশুনার পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন একাধিক মডেলিং, ফটোস্যুট, নাটক ও বিজ্ঞাপন নিয়ে। ভবিষ্যতে কাসফিয়া মুন্নির ইচ্ছে চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিনয় করা।