দাম বেড়েছে তরল দুধের
এক্সক্লুসিভ নিউজ, ঢাকা : নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম বৃদ্ধির তালিকায় এবার যুক্ত হলো তরল দুধ। প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে প্রক্রিয়াজাতকারী বেসরকারি খাতের কোম্পানি আড়ং এন্টারপ্রাইজ, প্রাণ মিল্ক, আকিজ গ্রুপের ফার্ম ফ্রেশ এবং রংপুর ডেইরির আরডি ব্র্যান্ড। এক লিটার তরল দুধের দাম বাড়িয়ে ৯০ টাকা নির্ধারণ করেছে কোম্পানিগুলো। আধা লিটারের দুধের দাম ৪০ থেকে ৪৫ টাকা করা হয়েছে।
সরকার পরিচালিত সমবায়ভিত্তিক কোম্পানি মিল্ক ভিটা এখনও দাম বাড়ায়নি। গত জুনে এ কোম্পানি দাম বাড়িয়ে প্রতি লিটারের প্যাকেট ৮০ টাকায় নির্ধারণ করেছিল। মিল্ক ভিটার আধা লিটারের প্যাকেট বিক্রি হয় ৪৫ টাকায়। এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেসরকারি খাতের কোম্পানি তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছিল।
জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল জানান, গোখাদ্যসহ আনুষঙ্গিক পণ্য মূল্যবৃদ্ধির কারণে খামারিদের দুধের দাম বাড়ানো হয়েছে। একইভাবে খুচরা দোকানি ও পাইকারি পর্যায়ে বিপণনকারীদের মুনাফার হারও কিছুটা বাড়ানো হয়েছে। এ কারণে দুধের দাম বাড়াতে হয়েছে।
এদিকে গুঁড়া দুধের দামও সম্প্রতি বেড়েছে। প্রতি কেজি ডানো এবং ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর মনিটরিং বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি গুঁড়া ডানো দুধ সর্বনিম্ন ৭৮০ টাকা থেকে সর্বোচ্চ ৮১০ টাকা দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও যা ৭৫০ টাকা থেকে ৭৮০ টাকা দরে কেনাবেচা হয়।
টিসিবিও ওয়েবসাইটে প্রকাশিত গতকালের বিভিন্ন পণ্যের মূল্য তালিকা অনুযায়ী, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ব্র্যান্ডের প্রতি কেজি গুঁড়া দুধ ৭৬০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে, যার দর এক সপ্তাহ আগে ছিল ৭৫০ টাকা ৭৮০ টাকা। তবে এ সংস্থার তথ্য অনুযায়ী, ফ্রেশ ও মার্কস ব্র্যান্ডের গুঁড়া দুধের বাজারদর গত সপ্তাহের মতো অপরিবর্তিত আছে। ফ্রেশ ব্র্যান্ডের দুধ ৬৯০ থেকে ৭০০ টাকায় এবং মার্কস ব্র্যান্ডের দুধ ৭০০ থেকে ৭২০ টাকায় কেনাবেচা হচ্ছে। এক বছর আগে এর বাজারমূল্য ছিল ৫৬৫ থেকে ৫৯০ টাকা।