ভাঙ্গা মন, তবুও চলছে
ভাঙ্গা প্রাণ, তবুও বলছে।
ভাঙ্গা হৃদয়, আশা বুনছে,
হাতছানি দিয়ে সুখপাখি ডাকছে।
ভাঙ্গা আকৃতি বেঁচে আছে ভুবন মাঝে
চলতে হবে, তাই চলছে কোনোভাবে।
নিরাশা হয় পথে বাঁধা, তবুও বাঁধে আশা
অন্তহীন পথে, জানেনা কবে, হারাবে একদা।
ব্যর্থ হয় বারবার কতশত বাসনা।
অন্তহীন পথে অন্তহীন যাতনা।
হাজারো সমস্যা করে সমাধান
বাঁচিয়ে রাখে নিজ আত্মসম্মান।
কেউ চলে হাসির মাঝে কষ্ট লুকিয়ে,
কেউ চলে কান্নার মাঝে অশ্র ঝরিয়ে,
কেউ চলে পাথর সম আঘাত সইয়ে,
কেউ চলে অগ্নিশিখার আগুনে পুড়িয়ে।
অন্তহীন চলার ধরণ জগতে বিস্ময়কর!
কেউ জানেনা কার ভিতরে কিভাবে পুড়ে অন্তর।
একটু সুখের ছোঁয়া পেতে কত ভাবনাকে কাছে টানে
হয়ত কখনোও, কারো হাঁ হয়,কারো না হয় জীবনে।
এত সুন্দর ধরায় পাঠিয়ে প্রভু
অন্তহীন চাহিদা দিয়েছ তবুও
চাহিদার সাথে চলে জীবনযুদ্ধ
ক্ষান্ত নেই কেউ চলছে অনন্ত।
এস/এ এস